নেপালের টি-টোয়েন্টি লিগে খেলবেন গেইল

কাঠমান্ডু, ৩১ জানুয়ারি - টি-টোয়েন্টি ক্রিকেটেরই যেন পোস্টার বয় তিনি। বিশ্বব্যাপি টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্যরিবীয় ক্রিকেট দানব ক্রিস গেইল। সেই গেইল এবার নাম লেখালেন নেপালি টি-টোয়েন্টি লিগেও। পাহাড়-পর্বত বেষ্টিত দেশটির টি-টোয়েন্টি লিগ মাতাবেন এবার এই ক্যারিবীয় তারকা। নেপালি টি-টোয়েন্টি লিগটির নাম এভারেস্ট প্রিমিয়ার লিগ। এবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির চতুর্থ আসর। গেইল নিজেই ঘোষণা দিলেন, এই টুর্নামেন্টে খেলার। পোখরা রাইনোসের হয়ে খেলবেন বলে জানিয়েছেন গেইল। ফেব্রুয়ারির ২৯ তারিখ থেকে শুরু হবে এভারেস্ট প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে টুইটারে এক ভিডিও বার্তায় গেইল বলেন, আমি নেপালে একটি বড় স্পোর্টিং ইভেন্টে অংশ নেয়ার জন্য যাবো। যেটার নাম এভারেস্ট প্রিমিয়ার লিগ। আসুন, দেখুন এবং সমর্থন দিন আমার দল পোখারা রাইনোসকে। একই সঙ্গে দুর্দান্ত এক ক্রিকেট উৎসবের অংশীদার হোন। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে ফেরেন। দলকে ফাইনালে তুলতে ব্যর্থ হলেও মোটামুটি ভালো পারফরম্যান্স করে যান তিনি এখান থেকে। চার ম্যাচে করেন ১৪৪ রান। সূত্র : জাগো নিউজ এন এইচ, ৩১ জানুয়ারি

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uLYRoP
https://ift.tt/eA8V8J

Post a Comment