সিরিজ জিতেও লাভের খাতা শূন্য পাকিস্তানের

লাহোর, ২৮ জানুয়ারি - বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে বড়সড় ক্ষতির সম্ভাবনাই ছিলো পাকিস্তান ক্রিকেট দলের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের যেকোনো এক ম্যাচে হারলেই র্যাংকিংয়ের শীর্ষস্থান হাতছাড়া হয়ে যেত তাদের। সেটি হতে দেয়নি বাবর আজমের দল। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে শেষ ম্যাচ। তার আগে স্বাগতিকরাই জিতেছে সিরিজের প্রথম দুই ম্যাচ। যার ফলে র্যাংকিংয়ে অবনমন ঘটেনি দলটির। তবে দুই ম্যাচ জিতে সিরিজের ট্রফি নিজেদের করে রাখলেও, টি-টোয়েন্টি র্যাংকিংয়ে কোনো লাভ হয়নি পাকিস্তানের। বাংলাদেশ দলকে রীতিমতো উড়িয়ে দিয়ে সিরিজ জিতেও কোনো রেটিং পয়েন্ট পায়নি তারা। সিরিজ শুরুর আগে ২৭০ রেটিং ছিলো তাদের। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জেতার পরেও রেটিং রয়ে গেছে ২৭০ই। অর্থাৎ লাভ-ক্ষতি কিছুই হয়নি পাকিস্তানের। অন্যদিকে কোনো ম্যাচ না জেতায় কিছুটা ক্ষতি হয়েছে বাংলাদেশের। সিরিজ শুরুর আগে ২২৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে ছিলো টাইগাররা। দুই ম্যাচ হারায় রেটিং পয়েন্ট কমেছে ১, তবে র্যাংকিং রয়ে গেছে নয়ই। বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শেষে টি-টোয়েন্টি র্যাংকিং ১. পাকিস্তান - ২৭০ রেটিং ২. অস্ট্রেলিয়া - ২৬৯ রেটিং ৩. ইংল্যান্ড - ২৬৫ রেটিং ৪. দক্ষিণ আফ্রিকা - ২৬২ রেটিং ৫. ভারত - ২৬২ রেটিং ৬. নিউজিল্যান্ড - ২৪৯ রেটিং ৭. আফগানিস্তান - ২৩৬ রেটিং ৮. শ্রীলঙ্কা - ২৩৬ রেটিং ৯. বাংলাদেশ - ২২৬ রেটিং ১০. ওয়েস্ট ইন্ডিজ - ২২৩ রেটিং ১১. জিম্বাবুয়ে - ১৯৪ রেটিং ১২. নেপাল - ১৯২ রেটিং সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৮ জানুয়ারি

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36xx4Wq
https://ift.tt/eA8V8J

Post a Comment