বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ ১৯ সেপ্টেম্বর শুরু

ঢাকা, ৩১ জানুয়ারি - ২০১৮ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল ঢাকায়। সে হিসেবে পরের আসটি হওয়ার কথা অন্য কোনো দেশে; কিন্তু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কারণে পরপর দুই আসরের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। এ বছর অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের নাম হবে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। যে কারণে, সাফের নিয়মিত স্পন্সর লাগারিয়াসের কাছ থেকে এবারের টুর্নামেন্টের স্বত্ত্ব কিনে নিয়েছে কে-স্পোর্টস। এগুলো অবশ্য পুরোনো খবর। সবার জানার ছিল, টুর্নামেন্ট কবে শুরু হবে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন প্রাথমকিভাবে একটা তারিখ ঠিক করেছিল, ৪ থেকে ১৫ সেপ্টেম্বর। তবে ওই তারিখের পরিবর্তে নতুন দিনক্ষণ নিয়ে পরিকল্পনা করছে সাফ। এ বছর ১৯ থেকে ৩০ সেপ্টেম্বর টুর্নামেন্টের তারিখ নির্ধারণ করে প্রস্তুতি নিচ্ছে তারা। নতুন তারিখে কি টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে? এর উত্তর ভারত ছাড়া কেউ জানে না। কারণ, এই টুর্নামেন্টের কলকাঠি নড়ে ভারতের ইশারায়। তাই তারা যদি এই তারিখে সম্মতি দেয় তাহলেই নির্ধারিত সময়ে শুরু হবে খেলা। না হলে নয়। সাফের কর্মকর্তারা অবশ্য ভারতের সঙ্গে মৌখিক আলোচনা করেই সেপ্টেম্বরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়েছে। এখন নতুন করে তারিখ জানিয়ে দেবে সদস্য দেশগুলোকে। ভারত ওকে করলেই সাফ আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের তারিখ ঘোষণা করবে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ৩১ জানুয়ারি

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UhsnO9
https://ift.tt/eA8V8J

Post a Comment