বিশ্বকাপে স্মার্ট ক্রিকেট খেলাই লক্ষ্য নারী ক্রিকেট দলের

ঢাকা, ৩১ জানুয়ারি - নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি প্রায় তিন সপ্তাহ। তবে নিজেদেরকে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য আগেই অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপে কঠিন গ্রুপেই রয়েছে বাংলাদেশ। এ গ্রুপে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত এবং শ্রীলঙ্কার মোকাবেলা করবে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। অস্ট্রেলিয়া রওয়ানা হওয়ার আগে আজ মিরপুরে হলো অফিসিয়াল ফটোসেশন। এরপর মিডিয়ার মুখোমুখি হলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। সেখানেই নিজেদের প্রত্যাশা এবং লক্ষ্যের কথা জানালেন সালমা। বিশ্বকাপে নিজেদের লক্ষ্যের কথা জানতে চাইলে সালমা বলেন, অবশ্যই আমরা তো সবাই আশা করে যাই যে ভালো ক্রিকেট খেলবো, একটা দুইটা ম্যাচ জিতবো। সেটা সবার মধ্যেই থাকে। এবারও আমরা একটা-দুটো ম্যাচ জিতবো- এই আশা নিয়েই যাচ্ছি বিশ্বকাপে। গ্রুপের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। যাদের বিপক্ষে এখনও পর্যন্ত খেলেনি বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে সালমা খাতুন বলেন, আমরা অবশ্যই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড...(-কে হারানোর চেষ্টা করবো)। অবশ্য ওরাও জানে না যে আমরা কি ক্রিকেট খেলি, আমরাও ওদের সম্পর্কে জানি না। ভিডিওতে ওরা আমাদের দেখছে, আমরা দেখছি এমনটা। আমার যতদূর মনে হয়, মাঠেই যখন খেলবো তখন বুঝতে পারবো যে আসলে কে কার থেকে ভালো। অবশ্যই আমি বলবো যে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আমাদের থেকে ভালো কিন্তু আমরা চেষ্টা করবো বেস্ট ক্রিকেটটা খেলার জন্য, স্মার্ট ক্রিকেট খেলার জন্য। নিজেদের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, আসলে যতটুকু আমরা সময় পেয়েছি ততটুকুর মধ্যে আমরা এখানে সেন্টার উইকেটে ম্যাচও খেলেছি, আশা করছি যে আমরা যতটুকু সময় পেয়েছি ভালো প্রস্তুতি নিয়েছি। আর ওখানে যেহেতু আমরা একটু আগে যাচ্ছি, সেহেতু কন্ডিশন, উইকেট আর পরিবেশ সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়ে মাঠে নামবো। আমি আশা করছি ওখানে আমরা ভালো কিছু করবো। এখনও পর্যন্ত যা শিখেছে নারী ক্রিকেট দল, তার সর্বোচ্চটা প্রয়োগের প্রতিশ্রুতিই দিয়ে গেলেন তারা। সালমা বলেন, অবশ্যই একটু কঠিন (অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারানো) হবে। কারণ আমি বললাম, যে কোনো ম্যাচই খেলিনি ওদের সঙ্গে, ওরাও আমাদের সঙ্গে খেলেনি। তারপরও যেহেতু আমাদের গ্রুপে আছে, আমরা চেষ্টা করবো আমাদের বেস্টটা দেয়ার জন্য। ওরা কি করবে সেটা ওদের ব্যাপার, আমরা এখানে থেকে যতটুকু শিখে যাচ্ছি সেটাই ওখানে গিয়ে প্রয়োগ করবো যারা ভালো খেলবে ওরাই জিতবে। মিশন এবং ভিশন কি? জবাবে সালমা বলেন, মিশনতো অবশ্যই স্মার্ট ক্রিকেট খেলবো। তবে মিশন থাকবে যেন পরের বিশ্বকাপে কোয়লিফাই না করতে হয়, সেই মিশন নিয়েই যাচ্ছি। নিজেদের শক্তি ও দুর্বলতারা জায়গা চিহ্নিত করলেন সালমা। তিনি বলেন, হ্যাঁ, অবশ্যই আপনারা দেখছেন যে ব্যাটিংয়ে অনেক উন্নতি হয়েছে আর আমি বরাবরই বলি যে, বোলিং সাইডটা খুবই শক্তিশালী এবং এখনো শক্তিশালী এবং পাশাপশি ব্যাটিং এবং বোলিং দুটোই আমরা উন্নতি করছি। তো আমি আশা করবো, এবারে বিশ্বকাপে আমাদের ব্যাটসম্যানরা অবশ্যই ভালো পারফরম্যান্স করবে। নিজের অবসর ভাবনা সম্পর্কে সালমা খাতুন বলেন, না অসলে ওই রকম ভাবে এখনো চিন্তা করি নি আসরে টার্গেট করছি যে, আমরা বিশ্বকাপে ভালো করবো এখনো ওভাবে চিন্তা করিনি যে এটা আমার শেষ ওয়ার্ল্ড কাপ। বিশ্বকাপের পরই আমি চিন্তা ভাবনা করবো। নিজের ব্যাটিং অর্ডার নিয়ে জানতে চাইলে নারী দলের অধিনায়ক বলেন, আসলে আমি যে সময়ে নামতেছি, তখন আসলে যে কয়টা বল থাকে চেষ্টা করি যে ভালো করার জন্য আর সব ম্যাচে কিন্তু নামা হচ্ছে না। টি-টোয়েন্টি ম্যাচে কিন্তু চার পাঁচটা ব্যাটসম্যানই খেলে ফেলছে, এরপর যখনই সুযোগ পাচ্ছি চেষ্টা করছি ভালো করার। এবারে বিশ্বকাপেও সুযোগ পেলেও ভালো করা চেষ্টা করবো। সূত্র : জাগো নিউজ এন এইচ, ৩১ জানুয়ারি

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36CR1uR
https://ift.tt/eA8V8J

Post a Comment