চার রেকর্ড ভাঙা লিভারপুলের সামনে আরও আট

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে নিজেদেরকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে লিভারপুল। লিগের শেষ হয়েছে মাত্র ২৭ ম্যাচ। আর এতেই শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। বাকি থাকা ১১ ম্যাচ থেকে মাত্র ৪ জয় অথবা ১২ পয়েন্ট পেলেই প্রায় ত্রিশ বছর পর শিরোপা যাবে লিভারপুল শহরে। লিগের ২৭ ম্যাচ শেষে বর্তমানে লিভারপুলের সংগ্রহ ২৬ জয় ও ১ ড্রয়ের মাধ্যমে ৭৯ পয়েন্ট। দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি সমান ম্যাচ খেলে নিতে পেরেছে ৫৭ পয়েন্ট। লিগের শুরু থেকেই যে শীর্ষে অবস্থান করছে লিভারপুল, তাদের আর নামাতে পারেনি আর কোনো দল। অবিশ্বাস্য এ ধারাবাহিকতায় এরই মধ্যে চলতি মৌসুমে ৪টি অনন্য রেকর্ড গড়েছে লিভারপুল। লিগের বাকি ১১ ম্যাচে তাদের সামনে রয়েছে আরও ৮টি রেকর্ডের হাতছানি। একনজরে দেখে নেয়া যাক সেসব রেকর্ডের কথাঃ যে ৮ রেকর্ডের সামনে দাঁড়িয়ে লিভারপুল এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট: লিভারপুলের এখনও বাকি রয়েছে ১১টি ম্যাচ। এ ম্যাচগুলোতে পূর্ণ ৩৩ পয়েন্ট পেলে মৌসুমশেষে তাদের নামের পাশে থাকবে ১১২ পয়েন্ট। যা হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড। অবশ্য রেকর্ড গড়তে পরবর্তী ১১ ম্যাচে ২২ পয়েন্ট হলেই হবে লিভারপুলের। কেননা বর্তমানে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড ম্যানচেস্টার সিটির দখলে, ২০১৭-১৮ মৌসুমে তারা পেয়েছিল ঠিক ১০০ পয়েন্ট। ঘরের মাঠে মৌসুমে সর্বোচ্চ জয়: ইপিএলের এক মৌসুমে ঘরের মাঠে সর্বোচ্চ জয়ের রেকর্ড ১৮টি। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি ভিন্ন ভিন্ন মৌসুমে ঘরের মাঠে জিতেছিল ১৮টি করে ম্যাচ। এবার লিভারপুলের সামনে পুরো ১৯টি ম্যাচ জয়ের হাতছানি। এরই মধ্যে তারা ঘরের মাঠে খেলা ১৪টি ম্যাচেই জিতেছে। বাকি ৫টিতেও জয় পেলে হয়ে যাবে রেকর্ড। লিগে টানা জয়: চলতি মৌসুমে এখনও পর্যন্ত টানা ১৮টি ম্যাচ জিতেছে লিভারপুল। লিগের ২৮তম ম্যাচে ওয়াটফোর্ডকে হারালেই প্রথম দল হিসেবে টানা ১৯ ম্যাচ জয়ের রেকর্ড গড়বে অলরেডরা। এর আগে ২০১৭-১৮ মৌসুমে ম্যানচেস্টার সিটি জিতেছিল টানা ১৮টি ম্যাচ। এক মৌসুমে সর্বোচ্চ জয়: এবারের লিগে এরই মধ্যে ২৬ ম্যাচ জিতে নিয়েছে লিভারপুল। ইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড ম্যান সিটির দখলে। তারা জিতেছিল ৩২টি ম্যাচ। অর্থাৎ বাকি ১১ ম্যাচের মধ্যে ৭টিতে জিতলেই, এ রেকর্ডও নিজেদের করে নেবে লিভারপুল। মৌসুমে সর্বোচ্চ এওয়ে জয়: এক মৌসুমে ঘরে-বাইরে ১৯টি করে মোট ৩৮টি ম্যাচ খেলে ইপিএলের দলগুলো। এর মধ্যে চলতি মৌসুমে ঘরের বাইরে ১৩ ম্যাচ খেলে ১২টি জিতে নিয়েছে লিভারপুল। লিগের ইতিহাসে সর্বোচ্চ এওয়ে জয়ের রেকর্ডও ম্যান সিটির দখলে। তারা জিতেছিল ১৬টি ম্যাচ। বাকি থাকা ছয় ম্যাচের মধ্যে ৫টিতে জিতলেই ম্যান সিটিকে টপকে যাবে ক্লপের শিষ্যরা। সর্বোচ্চ ম্যাচ অপরাজিত: লিগের ইতিহাসে সর্বোচ্চ ৪৯ ম্যাচ ধরে অপরাজিত ছিলো আর্সেনাল। সে রেকর্ড ছুঁতে চলতি মৌসুমের বাকি ১১ ম্যাচ অপরাজিত থাকলেই হবে লিভারপুলকে। আর এটি হলে আর্সেনালের পর দ্বিতীয় দল হিসেবে কোনো ম্যাচ না হেরে লিগ শিরোপা জয়ের স্বাদ পাবে অলরেডরা। দ্রুততম সময়ে শিরোপা জয়: লিভারপুল নিজেদের পরবর্তী চার ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে শিরোপা। এর মাধ্যমে হবে সাত ম্যাচ বাকি রেখেই শিরোপা জয়ের রেকর্ড। এর আগে ২০০০-০১ মৌসুমে ম্যান ইউ এবং ২০১৭-১৮ সাত ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছিল ম্যান সিটি। সর্বোচ্চ পয়েন্ট ব্যবধান: রেকর্ডে ভরপুর ২০১৭-১৮ মৌসুমে ম্যানচেস্টার সিটি ১০০ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছিল ১৯ পয়েন্টে এগিয়ে থেকে। অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ ছিলো ৮১ পয়েন্ট। এবারের লিগের ২৭ ম্যাচ শেষে এখন ২২ পয়েন্টে এগিয়ে লিভারপুল। তাদের সুযোগ রয়েছে ম্যান সিটির রেকর্ড ভেঙে দেয়ার। চলতি মৌসুমে যে ৪ রেকর্ড গড়েছে লিভারপুল মৌসুমের সেরা শুরু: শুধু ইপিএলই নয়, ইউরোপের সেরা পাঁচ লিগের ইতিহাসেরই সেরা শুরুটা এবার করেছে লিভারপুল। এবারের লিগে প্রথম ২২ ম্যাচে ৬৪ পয়েন্ট পেয়েছিল লিভারপুল। যা কি না করতে পারেনি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা কিংবা বায়ার্ন মিউনিখের মতো দলগুলোও। ৩৮ ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট: জানুয়ারিতে টটেনহ্যামের বিপক্ষে ১-০ গোলের কষ্টকর জয় পেয়েছিল অলরেডরা। সে জয়ের পর বিগত ৩৮ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়ায় ১০৪। যা কি না ২০১৮ সালে ম্যান সিটি ও ২০০৫ সালে চেলসির ৩৮ ম্যাচে পাওয়া ১০৩ পয়েন্টের চেয়ে ১ বেশি। লিগ টেবিলের সর্বোচ্চ পয়েন্ট ব্যবধান: লিগের একপর্যায়ে দ্বিতীয় অবস্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ২৫ পয়েন্টের ব্যবধান ছিলো লিভারপুলের। যা কি না ইপিএলের ইতিহাসে শীর্ষ দুই দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট ব্যবধান। তবে তখন, একটি ম্যাচ কম খেলেছিল ম্যান সিটি। ঘরের মাঠে টানা সর্বোচ্চ জয়: ইপিএলে ২০১১-১২ সালে ঘরের মাঠে টানা ২০টি ম্যাচ জিতেছিল ম্যানচেস্টার সিটি। সে রেকর্ড ভেঙে এবার ঘরের মাঠ অ্যানফিল্ডে টানা ২১ ম্যাচ জেতার রেকর্ড গড়েছে লিভারপুল। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৯ ফেব্রুয়ারি

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PyPIrj
https://ift.tt/eA8V8J

Post a Comment