সংবর্ধনায় সিক্ত হলো বিকেএসপির ৯ জন বিশ্ব চ্যাম্পিয়ন

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি - অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বিজয়ী বাংলাদেশ দলের নয়জন খেলোয়াড়কে সংবর্ধনা দিয়েছে বিকেএসপি। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বজয়ীদের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং যুব ও ক্রীড়া সচিব মো. আকতার হোসেন। এর আগে বিকেলে প্রতিষ্ঠানটির গর্বিত সন্তানদের বরণ করতে নবীনগর থেকে সুসজ্জিত গাড়িতে করে বাদকদলের মাধ্যমে বিকেএসপিতে আনা হয়। বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. রশীদুল হাসান ফুল ও মিষ্টি দিয়ে বরণ করেন বিশ্বজয়ী সোনার ছেলেদের। চ্যাম্পিয়ন দলে বিকেএসপির খেলোয়াড়রা হলেন- আকবর আলী (অধিনায়ক), হাসান মুরাদ, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ঈমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান, তানজিম হাসান সাকিব, মো. শাহিন আলম ও আশরাফুল ইসলাম সিয়াম (স্ট্যান্ডবাই)। যু্ব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিকেএসপির পক্ষ থেকে সংবর্ধিত প্রত্যেককে ক্রেস্ট, এক লাখ টাকা ও বিকেএসপির ব্লেজার শুভেচ্ছা উপহার হিসেবে দেয়া হয়। সবশেষে বিকেএসপির প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৮ ফেব্রুয়ারি

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3chcNIT
https://ift.tt/eA8V8J

Post a Comment