অবসর নিচ্ছেন কবে, জানিয়ে দিলেন হাফিজ

ইসলামাবাদ, ০১ এপ্রিল - আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে কখন অবসরে যাচ্ছেন, সেটার একটা ইঙ্গিত আগেভাগেই দিয়ে রাখলেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানি অলরাউন্ডার জানালেন, অবসরের আগে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপটা খেলতে চান। চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এই বিশ্বকাপ নিয়েও সংশয় দেখা দিয়েছে। আইসিসির কর্মকর্তারা অবশ্য আশা ছাড়েননি। তারা বলছেন, সময়মতোই শুরু করা যাবে টুর্নামেন্ট। হাফিজ এই বিশ্বকাপের পরই অবসরে যেতে চান। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাতকারে তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেব। এরপর শুধু টি-টোয়েন্টি লিগগুলোতে মনোযোগী হতে চাই। ইতিমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসরে গেছেন হাফিজ। এখন শুধু সাদা বলের খেলা চালিয়ে যাচ্ছেন। ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার অবশ্য খেলা ছাড়ার পর কি করবেন, এখনও সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, হতে পারে কোচিং করাব। আমি জানি না আসলে। যখন সময় আসবে ভেবে দেখব। পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানেডে আর ৯১টি টি-টোয়েন্টি খেলা হাফিজ ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের পর বাদ পড়েছিলেন। তবে গত ফেব্রুয়ারিতে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজে আবারও ডাক পান। পাকিস্তান দলের সাবেক অধিনায়ক এর মধ্যে আবার নতুন বিতর্কে জড়িয়ে ক্যারিয়ারকে শঙ্কার মুখে ফেলে দিয়েছেন। স্পট ফিক্সিংয়ের কারণে আড়াই বছর নিষিদ্ধ থাকা শারজিল খানকে জাতীয় দলে পুনর্বিবেচনা করায় নির্বাচকদের সমালোচনা করেন তিনি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০১ এপ্রিল

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33ZfxXz
https://ift.tt/eA8V8J

Post a Comment