ফিফা-এএফসির দিকে তাকিয়ে বাফুফে

ঢাকা, ২৯ মার্চ - সাধারণ সভা ও নির্বাচন স্থগিতের যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তা ইতিমধ্যে অবহিত করা হয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাকে। সেই সঙ্গে তার অনুলিপি দেয়া হয়েছে এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা এএফসিকে। শুক্রবার জরুরি সভায় বাফুফে আগামী ২০ এপ্রিল নির্ধারিত সাধারণ সভা ও নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। ৩০ এপ্রিল শেষ হবে বাফুফের বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ। এখন নির্বাচন এর পর করতে হলে অনুমোদন লাগবে ফিফা ও এএফসির। জনসমাগম এড়িয়ে থাকার সরকারী নির্দেশনা মেনে বাফুফে জরুরি সভা টেলিফোন ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে করলেও সেই সভার সিদ্ধান্ত জানাতে আজ (শনিবার) বাফুফে সংবাদ সম্মেলন করেছে। সরকার দলীয় সংসদ সদস্য এবং বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী সংবাদ সম্মেলনে জানিয়েছেন,পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচন আয়োজন করে বর্তমান কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ বলেছেন, শুক্রবার সভার যে সিদ্ধান্ত হয়েছে তা শনিবার ফিফাকে জানিয়ে দিয়েছি আনুষ্ঠানিকভাবে। এখন আমরা আমাদের অভিভাবক সংস্থা দুটির সিদ্ধান্তের অপেকায় আছি। ফিফা ও এএফসি গাইডলাইন মতোই হবে বাফুফের নির্বাচন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৯ মার্চ

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3dAUtLp
https://ift.tt/eA8V8J

Post a Comment