করোনা ফান্ডে তিন কোটি টাকা দিলেন স্প্যানিশ গোলরক্ষক

বিশ্বব্যাপী করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে অর্থসাহায্য কিংবা অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন ক্রীড়া তারকারা। সে তালিকায় এবার নাম লেখালেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গিয়া। নিজ দেশের করোনা ফান্ডে ৩ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮৪ লাখ টাকা) দান করেছেন ডি গিয়া। তবে তিনি চাননি নিজের নাম প্রকাশিত হোক। দানের কাজটি গোপনেই করার ইচ্ছে ছিলো এ গোলরক্ষকের। কিন্তু তা হতে দেননি মাদ্রিদ কমিউনিটির প্রধান ইসাবেল ডিয়াজ আয়ুসো। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ডি গিয়ার অনুদানের কথা প্রকাশ করে তিনি লিখেছেন, ধন্যবাদ ডি গিয়া। মাদ্রিদ কমিউনিটিতে তুমি যে অনুদানটা দিয়েছো, তার কোভিড-১৯ এর বিপক্ষে লড়াইয়ে সহায়ক হবে। তোমার প্রতি কৃতজ্ঞ, গর্বিত। শুধু এবারই প্রথম নয়, মানবতার সেবায় সবসময়ই এগিয়ে থাকেন ডি গিয়া। এর আগে গত সেপ্টেম্বরে রেড ক্রসের ফান্ডেও ২ লাখ ইউরো দান করেছিলেন তিনি। এছাড়া ম্যানচেস্টার ফাউন্ডেশনের দাতব্য কাজে নিয়মিতই দেখা যায় ডি গিয়াকে। এদিকে ডি গিয়ার আগে স্পেনে করোনা যুদ্ধে নাম লিখিয়েছেন লিওনেল মেসি এবং পেপ গার্দিওলা। দুজনই দান করেছেন ১০ লাখ ইউরো করে। এছাড়া দেশটির টেনিস তারকা রাফায়েল নাদালের উদ্যোগে গঠিত হয়েছে একটি ত্রাণ তহবিল। যার লক্ষ্য ১ কোটি ১০ লাখ ইউরো সাহায্য সংগ্রহ করা। উল্লেখ্য, এখনও পর্যন্ত স্পেনের প্রায় ৬৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়, মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ১শ ৩৮ জন। এছাড়া সারা বিশ্বে মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে গেছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৯ মার্চ

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3dBLuJI
https://ift.tt/eA8V8J

Post a Comment