অসহায়ের পাশে মাশরাফির স্ত্রী-সন্তানরাও

ঢাকা, ৩০ মার্চ- মাশরাফি বিন মর্তুজা এখন সংসদ সদস্য। রাজনীতিবিদ হিসেবে নড়াইল-২ আসনে জনগণের সেবা করা তার দায়িত্বের মধ্যে পড়ে। বাংলাদেশ দলের সদ্য সাবেক হওয়া অধিনায়ক সেই দায়িত্ব পালনও করছেন নিষ্ঠার সঙ্গে। নির্বাচনী এলাকা নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় দিন রাত পরিশ্রম করছেন মাশরাফি। করোনার এই সংকটময় মুহূর্তে নিজের তহবিল থেকে ১২ হাজার অসহায় মানুষকে সাহায্য করেছেন জাতীয় দলের এই পেসার। এদিকে বসে নেই তার স্ত্রী-সন্তানরাও। ওদিকে মাশরাফি নড়াইলে দায়িত্ব পালনে ব্যস্ত, এদিকে স্ত্রী সুমনা হক সুমি ঢাকার মিরপুরে অভাবী মানুষদের সাহায্যে এগিয়ে এলেন। ঢাকার রাস্তায় অসহায় মানুষদের সাহায্য করতে পুত্র সাহেল মর্তুজা ও কন্যা হুমায়রা মর্তুজাকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন মাশরাফি পত্নী। মিরপুর-পল্লবীতে রিকশা-ভ্যানচালক, চা বিক্রেতাদের মধ্যে প্রায় ২০০ জনকে আর্থিক সাহায্য করেছে মাশরাফির পরিবার। মাশরাফির ভাই মোরসালিন বিন মর্তুজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, এই শহরে তোমাদের পাশে আমরাও যে আছি। সূত্র : জাগো নিউজ এম এন / ৩০ মার্চ

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Jo65mX
https://ift.tt/eA8V8J

Post a Comment