গ্যারেজকে জিম বানাতে গিয়ে বড় বিপদে অসি অধিনায়ক

ক্যানবেরা, ৩১ মার্চ - করোনাভাইরাসের কারণে গৃহবন্দী থাকতে আর ভালো লাগছিল না অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইনের। নিজের ফিটনেস ধরে রাখার পাশাপাশি ব্যাটিংয়ের ছোটখাটো কিছু বিষয় ঝালিয়ে নিতে মনটা আঁকুপাঁকু করছিল তার। কিন্তু লকডাউনের কারণে তো জিম কিংবা মাঠে যাওয়ার সুযোগ নেই। তাহলে উপায়? ভেবেচিন্তে বের করলেন, গাড়ি রাখার গ্যারেজটিকে অস্থায়ী জিম বানাবেন এবং সেখানেই কাজ করবেন কভার ড্রাইভ নিয়ে। আর এ পরিকল্পনাই যেন কাল হলো অস্ট্রেলিয়ার অধিনায়কের। গ্যারেজকে জিম বানাতে গিয়ে হারিয়েছেন নিজের মানিব্যাগ, এখন তার ক্রেডিট কার্ড ব্যবহার করছে অন্য কেউ। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেই এটি টের পেয়েছেন পেইন। গ্যারেজকে জিম বানানোর লক্ষ্যে, ভেতরে থাকা গাড়িটিকে বাড়ির পাশের রাস্তায় রেখেছিলেন অসি অধিনায়ক। ভেবেছিলেন এই পরিস্থিতিতে বাইরে রাখা নিরাপদই হবে। কিন্তু ভুল ছিলেন পেইন। কোন এক অজ্ঞাত চোর এসে তার গাড়ির দরজা ভেঙে নিয়ে গেছে তার মানিব্যাগ। যেখানে রাখা ছিলো ব্যাংকের ক্রেডিট কার্ড। সকালে ঘুম থেকে উঠে মুঠোফোনে পাওয়া মেসেজের মাধ্যমে জানতে পারেন, তার ক্রেডিট কার্ড ব্যবহার করছে অন্য কেউ। পরে বাইরে বের হয়ে বুঝতে পারেন, গাড়ি থেকে চুরি করা হয়েছে ক্রেডিট কার্ডসমেত চুরি গেছে তার মানিব্যাগ। এ বিষয়ে সংবাদ মাধ্যমে পেইন বলেন, আমি আসলে গ্যারেজটাকে জিম বানাতে চাচ্ছিলাম। এছাড়া কভার ড্রাইভ নিয়েও কাজ করার ইচ্ছে ছিলো। কিন্তু এখন যা হলো! বড়সড় ধাক্কাই খেলাম। তিনি আরও বলেন, আমি গাড়িটাকে গ্যারেজের বাইরে রেখেছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি ব্যাংক থেকে মেসেজ এসেছে যে আমার ক্রেডিট কার্ড ব্যবহার করা হচ্ছে। আমি তখন বাইরে গেলাম এবং দেখি গাড়ির দরজা খোলা, ভেতরে মানিব্যাগটা নেই। সূত্র : জাগো নিউজ এন এইচ, ৩১ মার্চ

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/39yXAQG
https://ift.tt/eA8V8J

Post a Comment