ক্ষতিগ্রস্থ বোর্ডগুলোর সাহায্যে যে পরিকল্পনা বিসিসিআইয়ের

নয়াদিল্লি, ২৭ এপ্রিল- করোনার কারণে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ। ফলে ক্রিকেট বোর্ডগুলোর আয় বন্ধ হয়ে গেছে। তারা পড়েছে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে। এমন সংকটে তাদের পাশে দাঁড়াতে চায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আরও বেশি ম্যাচ আয়োজন করে বন্ধু বোর্ডগুলোর ক্ষতি পুষিয়ে দেয়ার পরিকল্পনা বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডটির। প্রতি ম্যাচ থেকে লাখ লাখ টাকা আয় হয় ক্রিকেট বোর্ডগুলোর। গত দেড় মাস ধরে সে আয় বন্ধ। ইতিমধ্যেই বড় ধরনের আর্থিক ক্ষতিতে পড়ার কথা জানিয়েছে বোর্ডগুলো। যদি করোনা পরিস্থিতির উন্নতি না হয়, তবে এই লোকসান চলতেই থাকবে। তবে যখন করোনার এই সমস্যা কেটে যাবে, ক্রিকেট বোর্ডগুলোকে সাহায্য করতে চায় বিসিসিআই। ঘরের মাঠে একটি ম্যাচ আয়োজন করে ৬ মিলিয়ন রুপির (প্রায় ৬৭ লাখ টাকা) মতো আয় করে ভারত। দ্বিপক্ষীয় সিরিজে প্রতিপক্ষ দলগুলোকে সেই আয়ের একটা অংশ দেয়ার পরিকল্পনা করছে বিসিসিআই। এ সম্পর্কে বিসিসিআই বলেছে, ভারত তো স্বল্প সময়ের মধ্যে অনেক দেশে সফর করতে পারবে না। তবে আমরা সিরিজ শিডিউলে বাড়তি ম্যাচ যোগ করতে পারি। বিসিসিআই এটা নিয়ে ভাবছে। এমনটা হলে অন্য বোর্ডগুলো কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবে। অতিরিক্ত ম্যাচের আয় থেকে একটা অংশ সফরকারি দলকে দেয়া হবে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২৭ এপ্রিল

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2y2kHq9
https://ift.tt/eA8V8J

Post a Comment