চান্দিমালের সর্বকালের সেরা টেস্ট একাদশে নেই অস্ট্রেলিয়ার কেউ!

কলম্বো, ৩০ এপ্রিল - খেলাধুলা বন্ধ। ক্রিকেটাররা তাই এখন বাড়িতেই সময় কাটাচ্ছেন। নিজের ফিটনেস ঠিক রাখতে ঘরকেই জিম বানিয়ে নিয়েছেন তারা। বাকি সময়টা কাটছে অবসরে। আর এই অবসর সময়টা একেকজন একেকভাবে কাটাচ্ছেন। কেউ সামাজিক যোগাযোগমাধ্যম লাইভ চ্যাটে সামিল হচ্ছেন সতীর্থদের সঙ্গে, কেউ ভক্ত-সমর্থকদের সঙ্গে মতামত শেয়ার করছেন। কেউবা নিজের পছন্দের একাদশ সাজাচ্ছেন। শ্রীলঙ্কার অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমাল এবার বাছাই করলেন টেস্টের সর্বকালের সেরা একাদশ। তবে অবাক করার ব্যাপার হলো, বহু কিংবদন্তি ক্রিকেটারের দেশ অস্ট্রেলিয়ার একজনও জায়গা পাননি তার দলে। চান্দিমাল অবশ্য তার একাদশ বাছাই করেছেন কেবল তাদের নিয়েই, যাদের সঙ্গে তিনি খেলেছেন কিংবা যাদের খেলা লাইভ দেখেছেন। তবে কি নিজের আমলে অস্ট্রেলিয়ার কোনো বড় খেলোয়াড়ই চোখে পড়ল না লঙ্কান ব্যাটসম্যানের! চান্দিমালের একাদশে দুই ওপেনার- ভারতের মাস্টার ব্লাস্টার শচিন টেন্ডুলকার এবং ইংলিশ কিংবদন্তি অ্যালিস্টার কুককে। তিনে স্বদেশি কুমার সাঙ্গাকারা, চারে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তবে এ সময়ে টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে বিবেচনায় আনেননি তিনি। পাঁচে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা, ছয়ে স্বদেশি মাহেলা জয়াবর্ধনে। লঙ্কান এই ব্যাটসম্যানকে আবার সর্বকালের সেরা টেস্ট একাদশের অধিনায়ক হিসেবেও বেছে নিয়েছেন চান্দিমাল। সাতে অলরাউন্ডার কোটায় দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, আটে লঙ্কান বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। নয় এবং দশ নম্বরে দুই পেসার-দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন আর শ্রীলঙ্কার চামিন্দা ভাস। আর এগার নম্বরে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি লঙ্কান অফস্পিনার মুত্তিয়া মুরালিধরনকে বেছে নিয়েছেন চান্দিমাল। সূত্র : জাগো নিউজ এন এইচ, ৩০ এপ্রিল

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2y2EDJF
https://ift.tt/eA8V8J

Post a Comment