রোনালদোর মতো ধোনিও অবসর নিলে সমর্থক হারাবে

লন্ডন, ৩১ মে - ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই গত ১১ মাস জাতীয় দলের বাইরে রয়েছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর এই সময়ে তার অবসর নিয়ে প্রতিদিনই গুঞ্জন চলছে। ধোনির অবসর নিয়ে ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক তারকা স্পিনার মন্টি পানেসার বলেছেন, ধরুন আগামীকাল যদি ক্রিশ্চিয়ানো রোনালদো অবসর নিয়ে নেয় ফুটবল অনেক ভক্ত-সমর্থক হারাবে। ধোনি অবসর নিলেও একইরকম প্রভাব পড়বে। ওর ভক্তের সংখ্যাও কম নয়। এক সাক্ষাৎকারে পানেসার আরওবলেন, এমএস ধোনি ভারতের সফলতম অধিনায়ক, সাদা বলের ক্রিকেটে অবিশ্বাস্য একজন ক্রিকেটার, অসাধারণ একজন উইকেটকিপার, সব দল মিলিয়ে সেরা পাঁচ অধিনায়কের একজন। আমরা যে ক্রিকেটারদের খেলতে দেখছি, তাদের মধ্যে অন্যতম ধোনি। প্রসঙ্গত, মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে ৯০টি টেস্ট, ৩৫০টি ওয়ানডে আর ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১৬টি সেঞ্চুরির সাহায্যে ১৭ হাজার ২৬৬ রান সংগ্রহ করেছেন। সূত্র : যুগান্তর এন এইচ, ৩১ মে

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3ccm3g4
https://ift.tt/eA8V8J

Post a Comment