আগামী ২৯ অক্টোবর মুক্ত হচ্ছেন সাকিব

ঢাকা, ২৬ আগস্ট- জুয়াড়ির প্রস্তাব গোপন করে এক বছরের নিষেধাজ্ঞা পাওয়া সাকিব আল হাসান মুক্ত হচ্ছেন আগামী ২৯ অক্টোবর। এর পরেই মাঠে দেখা যাবে এই প্রিয় সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডারকে। তাই সাকিবের ফেরার অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব। যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিকেএসপিতে আনুশীলন শুরু করার কথা আছে সাকিবের। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখেই এই প্রস্তুতি নিবে সাকিব। তিনটি টেস্ট ম্যাচ সহ-তিনটি টি-২০ ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছেন বিসিবি। মূলত টি-২০ সিরিজ দিয়েই মাঠে ফিরতে পারে সাকিব। বিকেএসপিতে ফিরে আসার প্রস্তুতির জন্য পুরো দায়িত্বটা দিয়েছেন তার পুরোনো দুই কোচ নাজমুল আবেদীন ও মোহাম্মদ সালাউদ্দিনকে। নাজমুল বিসিবির চাকরি ছেড়ে এখন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা। আর সালাউদ্দিন ঘরোয়া ক্রিকেটের সফল কোচ একসময় বাংলাদেশ দলের সহকারী কোচের দায়িত্বেই ছিলেন। আরও পড়ুন- পেসার হিসেবে ৬০০ উইকেট নিয়ে অ্যান্ডারসনের বিরল কীর্তি বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, আইসিসির নির্দেশনা অনুযায়ী সাকিব বোর্ডের সুযোগ-সুবিধা এবং কোচদের সাহায্য নিতে পারবে। সে চাইলে বোর্ড তাকে সাহায্য করবে। তবে বিসিবির বা জাতীয় দলের কোচদের সঙ্গে সাকিবের কাজ করার ক্ষেত্রে শর্ত হলো তার অনুশীলনটা হতে হবে এককভাবে। সেখানে আর কোনো ক্রিকেটার থাকতে পারবে না। বিকেএসপির কোচ নাজমুল জানিয়েছেন, সাকিবের অনুশীলনে প্রয়োজনে বিকেএসপির অন্যান্য কোচ এবং ট্রেনারের সহযোগিতা দেওয়া হবে। অনুশীলনের পরিকল্পনা মোটামুটি সাজানো হয়ে গেছে। ও যখন মাঠে নামবে তখন যেন আগের মতো ভালো খেলতে পারে সেই লক্ষ্যেই অনুশীলন শুরু করানো হবে। সূত্র: বাংলাদেশ জার্নাল এমএ/ ২৬ আগস্ট

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34xgzMI
https://ift.tt/eA8V8J

Post a Comment