বার্সা ছাড়তে এবার ফিফার কাছে মেসি!

ঢাকা, ২৭ আগস্ট - এবার ফিফার দ্বারস্থ হলেন মেসি। বেইন স্পোর্টসের ক্রীড়া সাংবাদিক ত্রানকেদি পালমেরি টুইট করে জানিয়েছেন, ফিফার কাছে দলবদলের প্রাথমিক অনুমতিপত্র চেয়েছেন তিনি। যেখানে তিনি উল্লেখ করেছেন কোনো ঝামেলা ছাড়াই যেন দ্রুত ক্লাব ছাড়ার বিষয়টা নিষ্পত্তি করা হয়। আর ফিফার কাছে এ ছাড়পত্রের অনুমতি চাওয়ার মানে হলো, এ প্রক্রিয়ায় বিনা মূল্যে অন্য কোনো দলে যেতে পারবে। মেসি চাইলেও বার্সা এই মুহূর্তে তাকে ছাড়তে রাজি হচ্ছে না। এখানেও রয়েছে অনেক জটিলতা। বার্সার বোর্ড আর মেসির মধ্যে লড়াইটা হয়তো আদালতে গিয়ে গড়াতে পারে। কিন্তু এর আগেই ফিফার দ্বারস্থ হয়ে নির্বিঘ্নে ক্লাব ছাড়তে চাইছেন মেসি। আরও পড়ুন: মেসিকে মানানোর চেষ্টা করছি: বার্সা পরিচালক আপাতত এখন পর্যন্ত জানা গেছে, বার্সার ক্রীড়া পরিচালক র্যামন প্লানেস জানিয়েছেন মেসি বার্সার সঙ্গে অনুশীলন করবেন না সে কথা বলেননি। প্লানেস বলেন, মেসির সঙ্গে বর্তমান অচলায়তন ভাঙতে ভেতরে-ভেতরে কাজ করছে বার্সা, আরও একবার বিশ্বের সেরা খেলোয়াড়কে নিয়ে ঘুরে দাঁড়াব। আমরা তাঁর চুক্তিতে কোনো শর্ত নিয়ে ভাবছি না। বার্সা ও লিওর সম্পর্কটা বিয়ের মতো। যেখানে দুজন দুজনকেই কত কিছু দিয়েছে, আর সমর্থকদের আনন্দে ভাসিয়েছে। আমি ইতিবাচক ভবিষ্যৎই দেখছি। আমরা ভেতরে-ভেতরে মেসির মন ঠিক করার চেষ্টা করছি যেন সেরা সমাধানটা বেরিয়ে আসে। সূত্র : বিডি২৪লাইভ এন এইচ, ২৭ আগস্ট

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3grrXMs
https://ift.tt/eA8V8J

Post a Comment