আইপিএল খেলা হচ্ছে না রায়নার

নয়া দিল্লি, ২৯ আগস্ট- ব্যক্তিগত কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২০ মৌসুমে খেলা হচ্ছে না সুরেশ রায়নার। তাই এবারের আসরের ভেন্যু সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরছেন এই চেন্নাই সুপার কিংস তারকা। এক টুইটের মাধ্যমে এমন খবর নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। চেন্নাইয়ের প্রধান নির্বাহী কেএস বিশ্বনাথ জানান, ব্যক্তিগত কারণে সুরেশ রায়না দেশে ফিরেছে। এর ফলে পুরো মৌসুমেই তাকে পাওয়া যাবে না। তবে এই সময়ে রায়না ও তার পরিবারের প্রতি চেন্নাই সুপার কিংসের পূর্ণ সমর্থন রইল। আরও পড়ুন:আইপিএলেকরোনার থাবা, চেন্নাইর ১৩ জন আক্রান্ত সম্প্রতি ৩৩ বছর বয়সী রায়না আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। পরে গত ২১ আগস্ট আইপিএলে অংশ নিতে চেন্নাইয়ের সঙ্গে দুবাই যান। আর গত এক সপ্তাহে পুরো দল আইসোলেশনে ছিল। যেখানে দলের খেলোয়াড় স্টাফসহ ১৩ জনের করোনা পজিটিভ হয়। সূত্র: বাংলাদেশ প্রতিদিন এমএ/ ২৯ আগস্ট

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/31Gd30N
https://ift.tt/eA8V8J

Post a Comment