চুল ও ত্বকের যত্নে গোলাপজলের ব্যবহার

চুল ও ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করতে পারেন। এতে থাকা ভিটামিন, প্রাকৃতিক চিনি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বল বাড়ায়, চুল ভালো রাখে। আসুন জেনে নিই ত্বক ও চুলে গোলাপজল ব্যবহারে যত উপকার- ১. ত্বকে অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে গোলাপজল। তুলা গোলাপজলে ভিজিয়ে ত্বকে চেপে লাগিয়ে শুকিয়ে নিন। ২. ত্বককে শুষ্ক ও রুক্ষতা দূর করে গোলাপজল। এ ছাড়া চোখের ক্লান্তি দূর করতে গোলাপজলে তুলা ভিজিয়ে চোখের ওপর রেখে দিন। চোখের ফোলা ভাবও কমে যাবে। ৩. সমপরিমাণ গোলাপজল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগলে ব্রণ দূর হবে। ৪. দিনে কয়েকবার ত্বকে গোলাপজল স্প্রে করুন। এতে বলিরেখাহীন সুন্দর ত্বক পাবেন। আরও পড়ুন:ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা থেকে নিজেকে সুরক্ষা করবেন যেভাবে ৫. শ্যাম্পু করার পর গোলাপজল দিয়ে চুল ধুয়ে নিন। চুল হবে উজ্জ্বল ও প্রাণবন্ত। ৬. চুলে গোলাপজল স্প্রে করে আঁচড়ালে লেপ্টে থাকা চুল হবে ঝলমলে। আডি/ ২৮ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/343hxhT

Post a Comment