ত্বকের যত্ন নিতে হলে খাওয়ার প্রতি যত্নশীল হতে হবে। কারণ অনেক ফল আছে যা খেলে আপনি সুস্থ থাকবেন আর ত্বক ভালো থাকবে। ঔষধি একটি ফলের নাম আমরা সবাই জানি। এই ফলের নাম হচ্ছে আনারস। আনারসে রয়েছে আলফা হাইড্রক্সি অ্যাসিড বা এএইচএ, যা ত্বক ভালো রাখে। পুষ্টিগুণে সমৃদ্ধ আনারস খাওয়ার পাশাপাশি রূপচর্চায় ব্যবহার করতে পারেন। আসুন জেনে নিই রূপচর্চায় আনারসের ব্যবহার- ১. আনারস ত্বকের বলিরেখা, ব্রণ ও দাগ দূর করে ত্বক করে উজ্জ্বল। গোসলের আগে কয়েক টুকরো আনারস ঘষে নিন ত্বকে। প্রাকৃতিক এই স্ক্রাবার মৃত কোষ ঝরিয়ে ত্বককে করে তুলবে ঝলমলে। ২. আলফা হাইড্রক্সি অ্যাসিড বা এএইচএ থাকায় আনারস কোলাজেন উৎপাদন করতে সক্ষম। তাই আনারসের রস নিয়মিত ত্বকে ব্যবহার করলে বলিরেখা দূর হয়। আনারসের রস ত্বকে ৫ মিনিট লাগিয়ে রেখে পানির ঝাপটায় ধুয়ে ফেলুন। ৩. আনারস, ডিমের কুসুম ও দুধ একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এত ব্রণের সমস্যা দূর হবে। ৪. আনারসের রসের সঙ্গে ক্যাস্টরঅয়েল ও অ্যাভোকাডো অয়েল মিশিয়ে ত্বকে মাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এন এইচ, ২৫ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ro6dYC
onoPoker Agen Ceme Bola Casino Joker Deposit Pulsa OVO GoPay
ReplyDeleteAgen Bola SBObet Deposit Pulsa
Agen IBCbet Deposit Pulsa
Agen Casino 338a Deposit Pulsa
Agen Joker Deposit Pulsa
Agen Tembak Ikan Deposit Pulsa
Untuk Pendaftaran, Silakan Kunjungi :
Agen Ceme Terpercaya
Agen Domino99 Terpercaya
Live Chat onoPoker
Didukung Oleh :
Liputan Becek
Kutampung
Prediksi Bola onoPoker
PokerIDN